DhakaMonday , 26 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডিবি পুলিশের অভিযানে নকল প্রসাধনী তৈরির উপকরণ সহ মালিক গ্রেপ্তার

Link Copied!

রাজশাহী জেলার  পুঠিয়া উপজেলায়  একটি নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাধনী এবং নকল প্রসাধনী তৈরির বিভিন্ন ক্ষতিকর উপাদান উদ্ধার করা হয়। পুলিশ জানায়  কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুঠিয়া উপজেলার বালিয়াঘাটি গ্রামের এক বসত বাড়িতে গড়ে ওঠা কারখানায় এ অভিযান চালানো হয়।

২৬ ডিসেম্বর সকালে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার কারখানা মালিকের নাম মমিনুল ইসলাম (২৮)। তিনি দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের নহির উদ্দিনের ছেলে।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিতে লতা হারবালসহ বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে নকল প্রসাধনী তৈরির প্রমাণ মেলে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।