DhakaSunday , 26 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রোনাল্ডোর হ্যাটট্রিকে শীর্ষে আল নাসর

Link Copied!

সৌদি লিগেও দাপট দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন, জয় পেয়েছে তার দলও।

শুক্রবার সৌদি আরবের প্রো লিগে দামাক এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসরে। ম্যাচের সব গোলই এসেছে রোনাল্ডোর পা থেকে। এ জয়ের পর ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে নাসের। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল ইত্তিহাদ।

দামেকের বিপক্ষে ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতর বল ফারুক চাপাইয়ের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল করতে ভুল করেননি রোনাল্ডো। ৫ মিনিট বাদেই দারুণ এক গোল করেন তিনি।

পর্তুগিজ তারকা বল পান সুলতান আল গানামের কাছ থেকে। এর পর বাঁ পায়ের জোরালো শটে বল জড়ান বক্সের বাইরে থেকেই। বিরতির আগেই হ্যাটট্রিকও পূরণ করেন রোনাল্ডো।

এবার আয়মাহ ইয়াহইয়ার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে নেওয়া শটে গোল করেন তিনি। বিরতির পর ম্যাচে আর কোনো গোল হয়নি। রোনাল্ডোর হ্যাটট্রিকে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসরে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।