DhakaThursday , 15 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

সন্ধ্যায় গুজরাটে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

Link Copied!

আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রচণ্ড শক্তি নিয়ে ভারত-পাকিস্তান উপকূলের কাছাকাছি চলে এসেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় ভারতের গুজরাটের কুচ, সৌরাষ্ট্র বিভাগে এটি আঘাত হানবে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইএমডির গুজরাট শাখার পরিচালক মনোরমা মোহান্তি সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ‘আমাদের পূর্বাভাস বলছে, ১৫ জুন বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৮টার মধ্যে এই ঘূর্ণিঝড়টি গুজরাটের কুচ-সৌরাষ্ট্র উপকূল, পাকিস্তানের মান্দভি ও করাচির মধ্যবর্তী উপকূল এবং জাখাউ বন্দরে আঘাত হানবে।’
বৃহস্পতিবার সাগর থেকে স্থলভাগে ‘বিপর্যয়’ আছড়ে পড়ার পর উপদ্রুত এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টি-জলোচ্ছ্বাস-ঝড় ও বন্যার আশঙ্কা রয়েছে। সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ঝড়ো বাতাসের উপকূলীয় গ্রামগুলোর কাঁচা ও আধপাকা সব ঘর ধ্বংস হয়ে যাবে। কেবল ভারতের গুজরাটেই নয়, পাকিস্তানের সিন্ধ রাজ্যের যেসব এলাকায় এই ঝড়ের আঘাত হানবে; সেসবের সেখানকার পরিস্থিতিও একই রকম হবে বলে বুধবারের সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইএমডির গুজরাট শাখার পরিচালক।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।