DhakaSunday , 18 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রোটিয়া অল-রাউন্ডার মাইক প্রক্টরের মৃত্যু

Link Copied!

বাংলার সকাল ডেস্কঃ দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার কিংবদন্তি মাইক প্রক্টর (৭৭) মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী মারিয়ানা। গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ থাকা প্রক্টর নিবিড় পরিচর্যা কেন্দ্রে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মারা গেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যান দেখলে বোঝার উপায় নেই কতটা বড় মাপের ক্রিকেটার ছিলেন তিনি। কেবল ৭ টেস্ট খেলায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ হয়নি। তিনি যখন ক্যারিয়ারের তুঙ্গে তখনই বর্ণবাদের কারণে নিষিদ্ধ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দুই দশের নিষেধাজ্ঞার পর তখন প্রক্টর পুরদমে কোচ। তবে প্রথম শ্রেণীতে তার চোখ ধাঁধানো পরিসংখ্যান বলবে কতটা বড় মাপের ব্যাটার ছিলেন তিনি।

প্রথম শ্রেণীতে প্রক্টর খেলছেন ৪০১টি ম্যাচ। ৪৮টি সেঞ্চুরি আর ১০৯টি হাফ সেঞ্চুরিতে করেন ২১ হাজার ৯৩৬ রান। ১৯৯১ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে তখন তিনি ছিলেন দলের প্রধান কোচ। ১৯৯২ সালে বিশ্বকাপেও দায়িত্ব সামলান প্রক্টর।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।