DhakaMonday , 20 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ সাংবাদিক সংস্থার মনোনয়ন ফরম উত্তোলন ও জমা

Link Copied!

আমিনুল ইসলাম বনি : বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) এর মনোনয়ন ফরম উত্তোলন ও জমা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ ২০ জানুয়ারী মনোনয়ন ফরম  উত্তোলন ও জমা দেওয়ার শেষ ছিল। বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিকুল আলম জানান, রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ১৩ টি পদে নির্বাচন হবে। বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার  নির্বাচন কমিশনার পরিতোষ চৌধুরী আদিত্য জানান, এখন পর্যন্ত ২২ জন মনোনয়নপত্র উত্তোলন ও জমা প্রদান করেছেন। সভাপতি পদে জাহিদ হাসান ও মো: আব্দুল মুবিন বাবু, সহ-সভাপতি (জেলা) হতে ফয়সাল শাহরিয়ার অনতু, সহ-সভাপতি (উপজেলা) নজরুল ইসলাম বাচ্চু (চারঘাট), ডা: আব্দুল লতিফ মিয়া (বাঘা), সাধারণ সম্পাদক পদে ফজলুল করিম বাবলু ও এ্যাড শরিফুল ইসলাম বাবু মনোনয়ন ফরম  উত্তোলন ও জমা দিয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক (জেলা) উপজেলা হতে ইউসুফ আলী চৌধুরী ও মিঠু রানা মনোনয়নপত্র উত্তোলন ও জমা প্রদান করেছেন। সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান বাদশা ও সোহাগ হোসেন জেলা শাখার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া অর্থ সম্পাদক পদে মোঃ রাজিব, দফতর পাঠাগার ও প্রশিক্ষন সম্পাদক পদে রায়হানুল ইসলাম রনি, ক্রীড়া সম্পাদক পদে আফরোজা খান হেলেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আবু নুর মুক্তার হোসেন মানবাধিকার সম্পাদক পদে সৌমেন্দ্র নাথ মন্ডল, নির্বাহী সদস্য পদে জেলা হতে ফয়সাল হোসেন, তারিক হায়দার মিঠু, ফরহাদ হোসেন আদনান এবং উপজেলা হতে মো: মাইনুল হক সান্টু, মো মাজেদুর রহমান সবুজ মনোনয়ন ফরম  উত্তোলন ও  জমা প্রদান করেছেন।

উল্লেখ্য আগামী ১লা ফেব্রুয়ারি বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার দ্বি- বার্ষিক ভোট গ্রহণ  অনুষ্ঠিত হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।