স্টাফ রিপোর্টার : ( ২৭ জানুয়ারী) রাজশাহীস্থ ডাসকো ফাউন্ডেশন হলরুমে সমতলের ১৬টি সংগঠনের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি এবং ঐক্য সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী রেবেকা সরেন। সভায় আদিবাসী এক্টিভিস্ট প্রদীপ মার্ডীর সঞ্চালনায় অন্তবর্তীকালীন সরকারের সংবিধান সংষ্কারের উদ্যোগে সংস্কার কমিশনের প্রতিবেদন ও সুপারিশে আদিবাসী বিষয়ক প্রতিফলন বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং বাংলাদেশের আদিবাসীদের আদিবাসী হিসেবেই স্বীকৃতির বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামে সম্মতি প্রকাশ করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদের নেতা সূভাষ চন্দ্র হেমব্রম বলেন, আমাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠন করে মন্ত্রণালয় দিতে হবে। দীর্ঘ বছর ধরে আমরা আমাদের এই আন্দোলন করে যাচ্ছি। এটি আরো বেগবান করতে হবে । তাহলেই আমরা আমাদের নিজেদের অধিকার ফিরে পাবো।
সভায় উপস্থিত ছিলেন, আদিবাসী মুক্তি মোর্চার নেতা বাবুলাল মুরমু, আদিবাসী ইউনিয়নের নেতা শ্রীকান্ত মাহাতো, আদিবাসী সংঘের নেতা সুবাস উরাও, জাতীয় আদিবাসী পরিষদের নেতা রতন কুমার শিং, ওঁরাও কালচারাল বিডি’র নেতা মানিক এক্কা, পাহাড়িয়া বাইশির নেতা রঞ্জিত সাউরিয়া, মাহলে ল্যাঙ্গুয়েজ এন্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি) এর নেতা মাইকেল মারান্ডী, মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশনের নেতা সুমন পাহান, আদিবাসী ছাত্র পরিষদের নেতা সঞ্জয় কুমার উরাও এবং সুশীল প্রতিনিধিসহ অনেকেই।
আদিবাসীদের ঐক্য সভায় জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী মুক্তি মোর্চা, আদিবাসী ইউনিয়ন, মাহলে ল্যাঙ্গুয়েজ এন্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি), উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, মাহলে স্টুডেন্টস কাউন্সিল, ওঁরাও কালচারাল বিডি, সান্তাল ছাত্র ঐক্য, পাহাড়িয়া পরিষদ, পাহাড়িয়া বাইসি পরিষদ, পাহাড়িয়া আদিবাসী স্টুডেন্ট ইউনিয়ন (পাসু), আসারু, বাংলাদেশ আদিবাসী সংঘ, মুন্ডা এসোসিয়েশন এবং মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশন’র মূখপাত্রবৃন্দ উপস্থিত থেকে আগামীর পরিকল্পনা হাতে নেন ও আদিবাসীদের অধিকার আদায়ের বিস্তার আলোচনা করেন ।