ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। নগরীর জাদুঘর মোড় থেকে শুরু করে,মনি চত্বর,বাজার জিরো পয়েন্ট, কুমারপাড়া মোড়,আলু পট্টি মোড়,সাগরপাড়া মোড় রানী বাজার মোড়,সোনা দীঘি মোড় হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন,
ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি আসাদুজ্জামান ভূঁইয়া, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির, রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান, রাজশাহী পূর্ব সভাপতি রুবেল আলী প্রমুখ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
