তানোর (রাজশাহী) প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর তানোর উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলার আমীর মাওলানা আলমগীর ইসলাম, তানোর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও উদ্দীপক কোচিং সেন্টারের পরিচালক নূর হাসান মাহমুদ রাজা, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সহ-সভাপতি বকুল হোসেন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার অর্থ সম্পাদক ও তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুরের সঞ্চালনায় মতবিনিময় ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মফিজ উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক ও তানোর মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, নির্বাহী সদস্য ও তানোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হামিদুর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য পাপ্পু কুমার, আব্দুর রহিম, আশরাফুল ইসলাম, সাংবাদিক ফারুক হোসেন, সেতাউর রহমান সহ অনেকে।
উপস্থিত বক্তারা বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার নানামূখী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন এবং তা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে মহান মুক্তিযুদ্ধে ও ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।