DhakaTuesday , 29 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বসুন্ধরা আবাহনীকে হারিয়ে জিতলো ফেডারেশন কাপ

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : থেমে থাকা ফেডারেশন কাপ ফাইনালে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা অক্ষুন্ন রাখলো বসুন্ধরা কিংস। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অতিরিক্ত বাকি ১৫ মিনিটের খেলায় কোনো গোল হয়নি। টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে চতুর্থবারের মতো ফেডারেশন কাপ জিতে নেয় কিংস।গত মঙ্গলবার ১০৫ মিনিট খেলা হওয়ার পর আলোক স্বলপ্তার জন্য স্থগিত থাকে খেলা। ৬ মিনিটে লেসকানোর গোল শোধ করে দিয়েছিলেন আবাহনীর মোহাম্মদ ইব্রাহীম। খেলার ১০২ মিনিটে লালকার্ড দেখায় কিংস পরিণত হয় ১০ জনের দল।আজ অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ তাই ১০ জন নিয়েই খেলতে হয় কিংস। সফলভাবে সময়টা কাটিয়ে টাইব্রেকারে টেনে নিয়ে যায় তারা খেলা।

সেই ভাগ্য পরীক্ষায় ভেলকি দেখালেন বসুন্ধরার গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। রুখে দেন আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহর শট। শ্রাবণের মতো সে কাজটি করতে পারেননি আবাহনীর কিপার মিতুল মারমা।কিংসের জোনাথন ফার্নান্দেজ, শেখ মোরসালিন, তপু বর্মন, ইনসান হোসেন ও দাসিয়েল গোল করেন। আবাহনীর হয়ে রাফায়েল অগুস্তো, সবুজ হোসেন ও মিরাজুল ইসলাম গোল করলেও দ্বিতীয় শটে মিস করেন ইয়াসিন খান।

চলতি মৌসুমে দ্বিতীয়বার শিরোপা আনন্দে ভাসলো গতবারের ট্রেবলজয়ী বসুন্ধরা কিংস। মৌসুমটা তারা শুরু করেছিল চ্যালেঞ্জ কাপ জিতে। এরপর ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ চলেছে সমান্তরালে। ফেডারেশন কাপে নানা চড়াই-উৎরাই পেড়িয়ে তারা পৌঁছে যায় ফাইনালে এবং অনেক নাটকের এই ম্যাচটা জিতে নেয় টাইব্রেকারের ভাগ্য নিজেদের করে। তবে লিগ শিরোপা ধরে রাখার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে তাদের। এখনও ছয় রাউন্ডের খেলা বাকী। তারপরও শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে তারা পিছিয়ে ১০ পয়েন্টে। দুয়ে থাকা আবাহনীর চেয়েও তারা পিছিয়ে ছয় পয়েন্টে।

আগামী শুক্রবার দু’দল ফের মুখোমুখি হচ্ছে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে। সেখানে আবাহনী সুযোগ পাবে এই হারের জ্বালা জুড়ানোর।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।