বাংলার সকাল ডেস্ক : ভারত ও পাকিস্তানের মাঝে দিনদিন উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংঘাত ঠেকাতে দুই দেশের মাঝে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন তিনি।মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, মঙ্গলবার ফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন গুতেরেস।এ সময় কাশ্মিরে হামলার তীব্র নিন্দা জানিয়ে আইনি পন্থায় দায়ীদের বিচার নিশ্চিতের ওপর জোর দেন তিনি। একইসাথে তিনি সেই সঙ্গে দু’দেশের মধ্যে সংঘাত এড়াতে উত্তেজনা নিরসনের আহ্বান জানান।অপরদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এক ফেসবুক পোস্টে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ফোনকল পাওয়ার কথা নিশ্চিত করেছেন।