স্টাফ রিপোর্টার: অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর সাবেক মহাসচিব ও বিএনপির সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও ফ্যাসিবাদের দোসর কর্তৃক দায়েরকৃত মামলা প্রত্যাহার না করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
শনিবার এ্যাব রাজশাহী বিভাগ নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে। প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন গত ২৯ এপ্রিল আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করলে শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালত।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং এ্যাব’র সাবেক মহাসচিব প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে রাজশাহীতে এ্যাব’র মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামের ছেলে।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসদের দ্বারা দায়েরকৃত মিথ্যা দুদকের মামলা অবিলম্বে প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবি জানায়।
১/১১’র অবৈধ সরকারের দেয়া একই ধরনের মামলায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নায়েবে আমিরকে সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সমস্ত মামলা প্রত্যাহারপূর্বক ক্লিন শিট দেয়া হয়েছে।
কিন্তু একই ধরনের মামলা হওয়া সত্ত্বেও শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা রাজনৈতিক সহনশীলতা বা সমঝোতার এই বার্তা এখন পর্যন্ত দিচ্ছেন না।
প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের এর প্রতি দৃশ্যমান এই ন্যাক্কারজনক বৈষম্যের কারণ তিনি জিয়া পরিবারের সদস্য এবং এভাবে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রকৌশলী সমাজের পক্ষ থেকে জানানো হয় যে, অনতিবিলম্বে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এর সকল মামলা প্রত্যাহারপূর্বক তাকে ক্লিন শিট দিয়ে যেন মুক্তি দেয়া হয়।
অন্যথায় প্রকৌশলী তুহিন এর ন্যায় বিচারের জন্য পরবর্তীতে কেন্দ্রের সাথে সমন্বয় রেখে সমুচিত আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে এ্যাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক প্রকৌশলী শিহাবুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রশিদ, প্রকৌশলী ইলিয়াস বিন-কাশেম, প্রকৌশলী কাজী সালেহ আহসান পলল ও প্রকৌশলী মাহমুদুর রহমানসহ অন্যান্য প্রকৌশলী এবং জেলা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।