DhakaMonday , 5 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীর ৬ হাজার টাকা জরিমানা 

Link Copied!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি ও রাজশাহী জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মোা শরিফুল ইসলাম।
সোমবার (৫ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন। এসময় ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা, সেম্পুল ঔষধ রাখা এবং ফামেসীতে বিক্রয় যোগ্য নয় এমন ঔষধ পাওয়ায় অপরাধে উপজেলার আড়ানী পৌর বাজারের মেসার্স আনোয়ারা ফামেসীকে ৩ হাজার ও মেসার্স শাফি মেডিকেল স্টোরে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে সকল ঔষধ ফামেসীদের কে সঠিক ভাবে ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ, সেম্পুল না রাখা এবং ফামেসীতে বিক্রয় যোগ্য নয় এমন ঔষধ না রেখে ব্যবসা পরিচালনা করার সু পরামর্শ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভিন্ন ভিন্ন ধারাতে তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা থানা পুলিশসহ স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।