নওগাঁ প্রতিনিধি : গত ৪ মে রোববার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর চৌরাস্তায় জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহর উপর সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সন্ধ্যা ৭টায় নওগাঁ জেলা ন্যাশনাল সিটিজেন পার্টি -এনসিপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন নওগাঁ জেলা এনসিপির অন্যতম সংগঠক জনাব দেওয়ান মাহবুব হাসান (সোহাগ), ইমরুল আখিয়ার পরাগ, খন্দকার তরিকুল ইসলাম দীপু এবং সুজন কুমার মণ্ডল প্রমুখ। এছাড়াও বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ এবং মহাদেবপুর উপজেলার এনসিপি সংগঠক উমর ফারুক, আমিনুল ইসলাম ও বেলাল হোসেন, এবং নজিপুর উপজেলার সংগঠক আবু আহমেদ আসাদুজ্জামান সক্রিয় অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্যভাবে, জুলাই যোদ্ধা সংসদের নওগাঁ জেলা সভাপতি ফিরোজ আহমেদসহ পূর্বে আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতার শিকার হওয়া একাধিক আহত ও ভুক্তভোগী ব্যক্তিও বিক্ষোভে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,
হাসনাত আবদুল্লাহর উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, বরং জুলাই অভ্যুত্থান এবং এর চেতনার উপর সরাসরি আঘাত। এটি একটি রাজনৈতিক বার্তা যেখানে সংস্কার, সমতা ও জনগণের শাসনের যে লক্ষ্যকে জুলাই আন্দোলন ধারণ করে এসেছে, সেই লক্ষ্যকে ধ্বংসের অপচেষ্টা চালানো হচ্ছে। পতিত স্বৈরাচার ও তাদের দোসর এবং যারা ফ্যাসিবাদী রাজনৈতিক আকাঙ্খা চরিতার্থ করতে যায় সেসকল দলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা দলীয় দোসরদের প্রত্যক্ষ সহযোগিতায় এ ধরনের সহিংসতা বারবার সংঘটিত হচ্ছে।
বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসী ও তাদের সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।
এনসিপির নেতৃবৃন্দ এই আন্দোলনকে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জনগণের প্রতিবাদ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি সংগঠিত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, “আমরা কারও কাছে মাথানত করবো না, জুলাই চেতনার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।