বাংলার সকাল ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে।মঙ্গলবার (৬ এপ্রিল) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছুটির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে।অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।
এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘোষিত ১০ দিনের ছুটি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে কর্মজীবীদের জন্য দীর্ঘ বিশ্রামের সুযোগ করে দিচ্ছে।পাশাপাশি যাত্রীচাপ, যানবাহন সংকট ও পণ্য পরিবহন নিয়ন্ত্রণে সরকারের একাধিক দপ্তরকে আগাম প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।