DhakaFriday , 9 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

জেলা প্রশাসক বাগমারায় থানা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন

Link Copied!

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।বৃহস্পতিবার বেলা ১ টার দিকে ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। প্রাথমিক শিক্ষার্থীদের লেখাপড়া সহ বিভিন্ন বিষয় দেখভাল করেন। প্রতিটি শিক্ষার্থী যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে সে বিষয়ে শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সে বিষয়েও নজর দিতে বলেন শিক্ষকদের।

থানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক। পরিদর্শন কালে থানার মালখানা, হাজতখানা, অস্ত্রাগার সহ আটককৃত বিভিন্ন মালামাল দেখেন। সেই সাথে পুলিশ ব্যারাক ঘুরে দেখেন। পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে বেগবান রাখতে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামকে বেশ কিছু পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি কার্যালয়) বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।