বাংলার সকাল ডেস্ক : নজরুলসংগীতের অন্যতম প্রধান কণ্ঠশিল্পী ফেরদৌস আরা এবার ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৯তম আসরে আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন। সংগীতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে নিজের জন্য “গৌরবের ও অনুপ্রেরণার” বলে উল্লেখ করেছেন তিনি।পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। এবারের আয়োজনে ১৮টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
আজীবন সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ফেরদৌস আরা বলেন, “এটি আমার সংগীতযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গলার অবস্থা ভালো আছে, এই শক্তি নিয়ে আরও কাজ করে যেতে চাই, বিশেষ করে নতুন প্রজন্মকে নিয়ে।”তিনি আরও বলেন, “এই পুরস্কার সচরাচর বয়সের শেষ প্রান্তে কিংবা মৃত্যুর পর দেওয়া হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।”
ফেরদৌস আরার মতে, এখন দেশের প্রতিটি প্রান্তে তরুণরা নজরুলগীতি নিয়ে আগ্রহী হচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। “সারা জীবন তরুণদের সঙ্গে কাজ করতে চেয়েছি। এই সম্মাননা সেই চেষ্টাকে আরও বেগবান করবে,” বলেন তিনি।আগামী ২৪ মে নজরুল জয়ন্তী উপলক্ষে ‘সুর সপ্তক’ সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিল্পকলা একাডেমিতে পরিবেশনার প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশাপাশি চ্যানেল আই ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানেও অংশ নেবেন।
নতুন গান প্রসঙ্গে তিনি জানান, নজরুলের লেখা ও সুর করা কম প্রচলিত গানগুলোকে প্রমিত সুর ও ভাষায় পরিবেশনের মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি।২০০৪ সালে যাত্রা শুরু করা ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ দেশের সংগীতাঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কারে পরিণত হয়েছে। দীর্ঘ এই যাত্রায় বহু গুণী শিল্পী পেয়েছেন সম্মাননা। এবারের আসরে ফেরদৌস আরার আজীবন সম্মাননা সেই ধারাবাহিকতাকেই আরও সমৃদ্ধ করল।