DhakaMonday , 12 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

কোটের ডিগ্রি পাওয়া বিধবা নারীকে জমি ছাড়ার হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন আম্বিয়া খাতুন

Link Copied!

সৌমেন মন্ডল : রাজশাহী জেলার বাঘা থানার করালি নওসারা গ্রামের এক বিধবা নারী মোসা. আম্বিয়া খাতুন (৫৫) জমির দখল নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দীর্ঘ ৫০ বছর ধরে আবাদ করা জমির উপর হঠাৎ করে জমিদার দাবি করে হুমকি-ধমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে। জানা যায়, আম্বিয়া খাতুন ছোটবেলা থেকেই ওই জমিতে চাষাবাদ করে আসছেন। প্রায় ১৮ বছর আগে একমাত্র মেয়ে আনেরাকে বিয়ে দিয়ে সংসার চালিয়ে আসছেন তিনি নিজের কৃষিকাজের মাধ্যমেই। দুই বছর আগে হঠাৎ ওই জমি নিয়ে কোর্টে মামলা হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এরপর প্রায় এক বছর আগে কোর্টের রায়ে আম্বিয়া খাতুন ডিগ্রি পান এবং সেই অনুযায়ী জমিতে আবার ফসল ফলানো শুরু করেন। কিন্তু চলতি বছরের ৫ আগস্ট সরকারের প্রশাসনিক পরিবর্তনের পরপরই স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মুলা খামারু, আনিচুর খামারু, সারজাহানসহ কয়েকজন এসে জমিটি তাদের দাবি করে হুমকি দিতে থাকেন। সম্প্রতি আম্বিয়া খাতুনের অভিযোগ, “তিন দিন আগে মুলা খামারু এসে আমাকে হুমকি দিয়ে বলেন, আমি যেন ধান না কাটতে যাই। বাধা দিলে কাঁচা কুঞ্চি দিয়ে আমার পা ভেঙে দেবে।” এ ঘটনায় তিনি স্থানীয় প্রশাসন ও থানার সহায়তা কামনা করেছেন। কোর্টের রায়ে বৈধ মালিকানা পাওয়ার পরও এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের আশু হস্তক্ষেপ ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এবিষয়ে মুলা খামারু বলেন আমার জমি এটি খাজনা দিইআমি,খারিজ করা আমার নামে, এই জমির উপর ঋনও নেওয়া আছে।আজ বিএনপি ক্ষমতাই তাই এখন জমির কাগজ সহ নিতে এসেছি।কাগজ দেখে আইন যা বিচার করবে মেনে নিবো। এবিষয়ে বাঘা থানা অফিসার ইউচার্জ বলেন বিষয়টি সম্পর্কে আমার জানা নাই আপনার কাছে প্রধম শুনলাম তবে বিষয়টি খোজ নিয়ে দেখবো।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।