DhakaMonday , 12 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

৩ বাহিনীর প্রধানকে নিয়ে জরুরি বৈঠকে মোদি

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিচুক্তি কার্যকর হলেও উত্তেজনা এখন পর্যন্ত রয়ে গেছে। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত গোপনীয় এক বৈঠকে বসেছেন।সোমবার (১২ মে) দুপুরে নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা এতে উপস্থিত রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সূত্রের খবর অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং ৩ বাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি এবং এয়ার চিফ মার্শাল আমার প্রীত সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছেন।

এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) প্রধান তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (রনডব্লিউ) প্রধান রবি সিনহাও এই বৈঠকে অংশ নেন।জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে ভারত। এর জেরে কূটনৈতিক বিরোধিতা সামরিক সংঘাতে রূপ নেয়। কয়েক দিনের সংঘর্ষের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির দুই দিনের মাথায় মোদির বৈঠকটি হচ্ছে।

এদিকে ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশন প্রধানরাও সোমবার উত্তেজনা কমানোর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য বৈঠক করার কথা রয়েছে। এর আগে মোদির বৈঠকটি অনুষ্ঠিত হওয়ায় তা ভিন্ন গুরুত্ব পাচ্ছে। ধারণ করা হচ্ছে, এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।