DhakaTuesday , 13 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি কর্মী মকবুল হত্যার ৫ আসামি গ্রেফতার থানায় হস্তান্তর, রিমান্ড আবেদন 

Link Copied!

দুর্গাপুর(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রাম এলাকার বিএনপি কর্মী মকবুল হোসেন (৩৫) হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতারের পর দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ( ১৩ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা।এর আগে গত রোববার (১১ মে) র‌্যাব-৫ রাজশাহীর একটি দল  ভোরে কক্সবাজারের সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতার পাঁচজন হলেন- দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের মো. আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), মো. শাহাবুর (৩০), মো. রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল আমগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারান মকবুল হোসেন। সেদিন পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের দাবিতে ওই এলাকার এক বাড়িতে গিয়ে অনশন শুরু করেছিলেন এক নারী। তখন ওই নারীর পক্ষে-বিপক্ষে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপ। মকবুলের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। আসামিদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারিও চলছিল। অবশেষে পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা বলেন, বিএনপি কর্মী মকবুল হত্যাকান্ডের ঘটনায় পলাতক ৫ আসামিকে গ্রেপ্তারের পর আটকৃতদের র‌্যাব-৫ থানায় হস্তান্তর করে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী আদালতে আবেদন করা হবে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারেও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।