বাংলার সকাল ডেস্ক : দক্ষিণ ভারতের সিনেমায় আলোড়ন তোলা অভিনেত্রী শ্রীলীলা এবার বলিউডেও পা রাখতে চলেছেন। ‘পুষ্পা ২’-এর আইটেম গানে নজর কাড়ার পর থেকেই একের পর এক সিনেমার প্রস্তাব পাচ্ছেন এই অভিনেত্রী।জানা গেছে, বলিউডে তার অভিষেক হতে যাচ্ছে অনুরাগ বসু পরিচালিত একটি রোমান্টিক সিনেমার মাধ্যমে, যেখানে তার বিপরীতে থাকবেন অভিনেতা কার্তিক আরিয়ান।
এদিকে ‘ড্রিম গার্ল’ সিরিজের পরিচালক রাজ শান্ডিল্য তার পরবর্তী সিনেমায় শ্রীলীলাকে নেওয়ার পরিকল্পনা করছেন। সেখানে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন এই দক্ষিণী তারকা। যদিও ছবির নাম ও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে প্রযোজনা সূত্রে জানা গেছে, এটি হবে একটি পূর্ণাঙ্গ বিনোদনধর্মী ছবি— যেখানে রোমান্স, কমেডি ও ড্রামা থাকবে সমানভাবে।
সম্প্রতি শ্রীলীলাকে দেখা গেছে প্রযোজক মহাবীর জৈনের সঙ্গেও। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আনন্দ এল রাইয়ের জাদুভরা কাহিনিতে শ্রীলীলার সৌন্দর্য ও প্রতিভা দেখার অপেক্ষায়।’ এতে করে গুঞ্জন ছড়িয়েছে, শিগগিরই আনন্দ এল রাই ক্যাম্পেও দেখা যেতে পারে শ্রীলীলাকে।
বর্তমানে শ্রীলীলার হাতে রয়েছে দক্ষিণের তিনটি ছবি— ‘মাস উতরা’, ‘পরাশক্তি’ ও ‘লেনিন’। অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রা ব্যস্ত রয়েছেন ‘সুন্দরী’ ছবির শুটিংয়ে, যেখানে তার বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর।