DhakaFriday , 16 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আ’হত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জন আন্দোলনকারীর মাঝে এক লাখ টাকা করে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায়, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, জুলাই যোদ্ধা ইরাদ ও শিফা প্রমুখ।

সরকার নির্ধারিত ‘সি’ ক্যাটাগরির আওতায় এ সহায়তা প্রদান করা হয়। চেক গ্রহণ শেষে আহতদের অনেকেই আবেগঘন প্রতিক্রিয়া জানান এবং দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ের কিছুটা ভার লাঘব হবে বলে আশা প্রকাশ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।