বাংলার সকাল ডেস্ক : ঈদ উপলক্ষে বেশ কিছু নাটক নিয়ে ছোটপর্দায় হাজির হবেন অভিনেতা মোশাররফ করিম। এর মধ্যে একটি নাটক ‘অশিক্ষিত এমডি’।এতে তার চরিত্রের নাম মিজান। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় নাটকটিতে মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন শাকিলা পারভীন। পাশাপাশি অভিনেতা খায়রুল আলম সবুজ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। ইতিমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।
পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ‘মোশাররফ করিমের সঙ্গে এর আগেও আমি বেশ কিছু নাটকে কাজ করেছি। যেহেতু আমি নিজেই নাট্যকার, তাই গল্প ও চরিত্রগুলোতে ব্যক্তিগতভাবে খুব যত্নশীল। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময় অনুপ্রেরণামূলক। শাকিলা চরিত্রের প্রতি খুব মনোযোগী ও পরিশ্রমী, আশা করি ভবিষ্যতে আরও ভালো কাজ করবে। এই নাটক নিয়ে আমি বেশ আশাবাদী।’
মোশাররফ করিম জানান, নাটকের গল্প ও চরিত্র ভালো লাগায় অভিনয় করেছেন তিনি। এর আগে সাজিন আহমেদ বাবু নির্দেশনায় মোশাররফ করিম অভিনয় করেছেন ধারাবাহিক ‘ঘরের শত্রু বিভীষণ’, ‘কিড সোলায়মান’, ‘পোশাকে বংশের পরিচয়’, ‘উচ্চতর ভালোবাসা’সহ বেশ কিছু নাটকে। ঈদ আয়োজনে বাংলাভিশনে প্রচারিত হবে ‘অশিক্ষিত এমডি’।