বাংলার সকাল ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে হবে।বলেন, গণতন্ত্রে মতপার্থক্য স্বাভাবিক, তবে দেশের অগ্রগতির জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।রোববার লন্ডনের স্থানীয় সময় একটি হোটেলে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, “আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা বৃদ্ধি করতে হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।”খেলাধুলা প্রসঙ্গে তিনি বলেন, “যারা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করবে, তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে খেলোয়াড় তৈরির জন্য পাঠ্যক্রমেও পরিবর্তন আনা হবে।”
তিনি জানান, বর্তমানে দেশের চারটি বিভাগে বিকেএসপি রয়েছে। বিএনপি সরকার গঠন করলে প্রথম ধাপে সব বিভাগে একটি করে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে, যাতে দক্ষ খেলোয়াড় তৈরি সম্ভব হয়।তারেক রহমান বলেন, “আমরা ঢাকার প্রতিটি ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিতে পারি। দুটি ওয়ার্ডের মাঝখানে ৩-৪ বিঘা জমি বের করে মাঠ তৈরি করা হবে, যেখানে শিশুরা খেলতে পারবে, মুরুব্বিরা হাঁটতে পারবেন। মানুষ সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে।”
শিক্ষাক্ষেত্রে সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা স্কুলের সিলেবাস ঢেলে সাজাতে চাই, যাতে খেলাধুলা এবং দ্বিতীয় বা তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক হয়। এতে আলাদা নম্বর থাকবে, অর্থাৎ শিক্ষার্থীদের খেলাধুলা করতেই হবে।”ছোট ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তারেক রহমান বলেন, “একজন বড় ভাই হিসেবে ছোট ভাইকে নিয়ে গর্ব করার জন্য যা যা থাকা প্রয়োজন, কোকোর মধ্যে তার সবই ছিল।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ডিসেম্বরের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন চাই। এই দাবিতে আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন ও নির্যাতনের শিকার হয়েছেন। এটি মানুষের রাজনৈতিক অধিকার।”