ষ্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয়ের জন্য রাজশাহীতে একটি আধুনিক ছয়তলা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রায় ১৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ভবনটি কাজীহাটা রোডের দক্ষিণ পাশে, নির্বাচন অফিসের সংলগ্ন ১৬.৯৭ শতাংশ জমির ওপর গড়ে উঠছে।নির্মাণাধীন ভবনটির প্লিন্থ এরিয়া নির্ধারিত হয়েছে ৪ হাজার ৬২৬ দশমিক ২০ বর্গফুট এবং মোট ফ্লোর এরিয়া হবে ২৯ হাজার ১২১ দশমিক ২০ বর্গফুট। প্রকল্পটি ২০২৪ সালের ১ এপ্রিল শুরু হয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী ২০২৮ সালের ১ জুনের মধ্যে নির্মাণ শেষ করার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৯ মে) সকাল সোয়া ১০টায় রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভবন নির্মাণের নানা দিক তুলে ধরা হয় এবং সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন।
সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. কামরুল আহসান এবং প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামান। সভায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম।
উল্লেখ্য, এই ভবন নির্মাণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের রাজশাহী অঞ্চলে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অবকাঠামোগত সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।