DhakaMonday , 19 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতের ২০ হাজার টাকা জরিমানা আদায় 

Link Copied!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালত ৪ ব্যবসায়ীকে ২০ টাকা জরিমানা করেছেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ এর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
সোমবার (১৯ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন। এসময় ভিন্ন ভিন্ন অপরাধে সাইফুল স্টোরে ৭ হাজার টাকা, জাকির ট্রেডাস ৮ হাজার টাকা, মামুন হোটেল ৩ হাজার টাকা ও সাজ হোটেল ২ হাজার টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।  সেই সাথে বিভিন্ন দোকানদার কে সঠিক ভাবে মূল্য তালিকা টাঙ্গিয়ে তাবের ব্যবসা পরিচালনা করার সু পরামর্শ দেন।
রাজশাহী জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ এর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভিন্ন ভিন্ন ধারাতে তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা থানা পুলিশসহ স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।