দুর্গাপুর(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ওই শিক্ষার্থীর নাম শুভ আহমেদ (২২) সে উপজেলার বাজুখলসী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।জনাগেছে,মঙ্গলবার (২০ মে) সকালে দুর্গাপুর থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তার গ্রামের একটি আমবাগান থেকে শুভ’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শুভ রাজশাহী সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফসলের মাঠ থেকে ফেরার সময় আসাদুল ইসলাম নামের এক ব্যক্তি আমগাছের ডালে রশির সাথে ঝুলন্ত অবস্থায় শুভু’র মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে খবর দেন । ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।আরো জানা গেছে , গত সোমবার তার বাবার ২ হাজার টাকা বাড়ি থেকে হারিয়ে গেলে তার মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে শুভকে টাকার কথা বললে অভিমানে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। স্থানীয়দের ধারনা সোমবার দিবাগত রাতে হয়তো কোন এক সময় আমগাছের ডালে রশিতে ঝুলে আত্মহত্যা করে শুভ।
দুর্গাপুর থানার সেকেন্ড অফিসার (এসআই)ইব্রাহিম খলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে পরিবারের উপর অভিমান করে শুভ আত্মহত্যা করতে পারে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।