চারঘাট প্রতিনিধি : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহায়তায় এ মেলার আয়োজন করা হয়।মেলার উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম. নুর হোসেন নির্ঝর। লাল ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয়।উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে চারঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সার্ভেয়ার গোলাম পাঞ্জাতন, হেড অ্যাসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ট সাজেদুর রহমান, নাজির কাম ক্যাশিয়ার লুৎফর আলম সোহান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনন্দ কুমার দাস, আবু বকর সিদ্দিক, মিরাতুন নেসা, সার্টিফিকেট পেশকার নোমানুর রহমান, কম্পিউটার মুদ্রাক্ষরিক মাজেদুর রহমান এবং চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও কাম সায়রাত হাসিনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
হেড অ্যাসিস্ট্যান্ট সাজেদুর রহমান বলেন, “দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জিত হয়, তবে নামজারি ও জমাখারিজের মাধ্যমে সরকারি স্বীকৃতি পাওয়া যায়। এ মেলায় তিনদিন ধরে নামজারি, জমি খাজনা পরিশোধ ও রেকর্ড সংশোধনসহ বিভিন্ন ভূমি সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।”