বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করা হয়।ভূমি মেলার উদ্বোধন উপলক্ষে ভূমি অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।
ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর সহজতর করতে বক্তারা আহ্বান জানান। প্রশ্নোত্তর পর্বে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের নানা প্রশ্নের জবাব দেন সহকারী কমিশনার মেহেদী হাসান। আগামী ২৭ মে পর্যন্ত চলবে এই ভূমি মেলা।