বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ৩দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ ফিতাকেটে শুভ উদ্বোধন করা হয়। র্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় মেলা উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। ভূমি মেলাটি ৩ দিনব্যাপী চলবে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলার মিরগঞ্জ ভুমি অফিস কর্মকর্তা হোসনেয়া শিরিন।
মেলা উদ্বোধন কালে বক্তব্য রাখেন সাব রেজিস্ট্রার নকিবুল আলম, মাধ্যামিক শিক্ষা অফিসার অ.ফ.ম হাসান,বাঘা প্রেসক্লাব আহবায়ক আব্দুল লতিফ মিঞা, বাঘা থানা এই আই সেতাফুর রহমান, উপস্তিত ছিলেন সাংবাদিক লালন উদ্দীন, আব্দুল হামিদ মিঞা, সুব্রত কুমারসহ বিভিন্ন স্কুলের শিক্ষকগণ, প্রমুখ।
মেলার উদ্বোধনী বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভুমি সাবিহা সুলতানা ডলি বলেন, ভূমি সেবাগ্রহীতাদের উদ্দেশ্য ই-নামজারি, খতিয়ান সংশোধনী, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খাস জমি বন্দোবস্তসহ বিভিন্ন ভূমি সেবার বিষয়ে আলোচনা হয়। সকাল ১০ টায় একটি র্যালী বাঘা প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিন করে আলোচনায় সভায় মিলিত হয়।
বেলা সাড়ে এগারোটা থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শণ, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট/স্টিকার/বই বিতরণ, মেলায় অংশগ্রহণকারী/পরিদর্শনকারী/পরামর্শ গ্রহণকারীর মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানী করা হবে। সুবিধাজনক সময়ে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিতযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫জন শিক্ষার্থীকে পুরুস্কার প্রদান করা হয়।
রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রপপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়েছে।
মেলার স্টলে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানোর বিষয়টি উপস্থাপন করা হয়েছে। ভূমি সম্পর্কিত ভীতি কাটিয়ে উঠে নিজের প্রাপ্য বুঝে নেয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে বুকলেট ‘ভূমি আমার ঠিকানা’ সেবা গ্রহীতার মাঝে বিতরণ করা হয়।
সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়াও মেলার বুথসমূহে অদূর ভবিষ্যতে চালু হতে যাওয়া সিঙ্গেল প্লাটফরম সিঙ্গেল এ্যাপস চালুকরণ, জমি ক্রয়ের সাথে সাথে ভূমি মালিকানা সনদ প্রদান, ডিজিটাল জরিপ ও ডিজিটাল ল্যান্ড জোনিং এর মাধ্যমে ভূমির সর্বোচ্চ এবং সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, ইউনিয়ন পর্যায়ে সমন্বিত ভূমি অফিস নির্মাণ, বাড়িতে বসেই অধিকাংশ ভূমিসেবা নিশ্চিতকরণ এবং উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একই সাথে ডিজিটাল পদ্ধতিতে দলিল ও ই-নামজারির সেবা জনগণের মাঝে পৌঁছানোর বিষয়ে সেবা গ্রহীতাদের সম্যক ধারণা দেওয়া হয়েছে।
আগামী মঙ্গলবার (২৭ মে) মেলার শেষ দিন বিকাল ৩টায় বাঘা থানা ভূমি অফিসে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে।