DhakaWednesday , 28 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলওয়েস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ মে) দুপুরে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। যাত্রী সেবায় হয়রানি, টিকিটের কালোবাজারি ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে এ অভিযান চালানো হয়। দুপুরে চার সদস্যের একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে স্টেশন সুপারের কক্ষে টিকিট ব্যবস্থা, যাত্রীসেবা, কুলিদের ভাড়া নির্ধারণসহ সেবাবিষয়ক বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা করে।

এ সময় সংশ্লিষ্ট কর্মীদের ডেকে সতর্ক করা হয়। ঈদ-উল-আজহা উপলক্ষে সেবার মান বজায় রেখে যাত্রী হয়রানি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দেয় দুদক। রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচাল মো. আমির হোসেন বলেন, ঈদ সামনে রেখে যেন কোনো ধরনের হয়রানি বা টিকিট কালোবাজারি না হয়, সে বিষয়ে আমরা সবাইকে সতর্ক করেছি। এর পরও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন—দুদক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শারমিন আক্তার, মাহবুবুর রহমান এবং তানভীর আহমেদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।