DhakaTuesday , 3 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৫৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Link Copied!

ষ্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ জুন) সকাল ৮টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ফজলে রাব্বী হৃদয় (২৩)। তিনি নয়াপাড়া গ্রামের মো. রহিদ মোল্লার ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. মাহবুব আলমের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স সকাল ৮টা ৫ মিনিটে বানেশ্বর বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় তারা জানতে পারেন, নয়াপাড়া গ্রামের জনৈক কুদ্দুস মোল্লার বাড়ির একটি ঘরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তি অবস্থান করছেন।

সংবাদ অনুযায়ী সকাল ৮টা ১০ মিনিটে অভিযান শুরু করে ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফজলে রাব্বী হৃদয়কে আটক করা হয়। পরে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো প্লাস্টিকের বস্তায় রাখা ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় একই মামলার আরেক অভিযুক্ত, পুঠিয়ার আব্দুর রহিম মোল্লা নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ও পলাতক দুইজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।