DhakaFriday , 6 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

রাজশাহীতে ঈদ ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

Link Copied!

ষ্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।প্রতি বছর ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভিড় বাড়ে রাজশাহীতে বাস টার্মিনাল ও রেলস্টেশনে। এই সময় অসাধু চক্রের কারণে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। এমন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ, র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে গঠিত টিম কাজ করছে। নগরীর অলিগলি, সড়ক-মহাসড়ক, গ্রাম থেকে শহর সর্বত্রই বাড়ানো হয়েছে নজরদারি। চুরি, ছিনতাই, ডাকাতি ও যেকোনো ধরণের অপরাধ রোধে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব-৫ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীতে বসানো হচ্ছে চেকপোস্ট, পিকেটিং, মোবাইল টিম, সাদা পোশাকে পুলিশ এবং ট্রাফিক ব্যবস্থাপনা। ঈদের জামাতের স্থানগুলোতে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা ও নেয়া হচ্ছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

র‌্যাব-৫ এর অধিনায়ক অধিনায়ক মাসুদ পারভেজ বলেন, ‘‘রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে বড় বড় কোরবানির পশুর হাট আছে। তাই এসব এলাকায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশেষ করে মহাসড়কে যেন কোনো রকম চাঁদাবাজি না হয় তার জন্য র‌্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। গভীর রাতে র‌্যাবের তৎপরতা আরও বাড়ানো হয়েছে।’’যাত্রীদের নিরাপত্তায় র‌্যাব-৫ চালু করা করেছে স্পেশাল পেট্রোল টিম।’ তিনি জানান, বাস-রেলস্টেশন ও পশুর হাটেও নজরদারি করা হচ্ছে এবং এসব কার্যক্রম ঈদের পরবর্তী চলমান থাকবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন,‘প্রতি বছরের মতো এবারও থাকছে কঠোর নিরাপত্তা। জামাতস্থল,পশুর হাট ও জনসমাগমস্থলে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।’বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা।নগরীর মানুষ গ্রামের বাড়িতে যাওয়ার ফলে নগরী প্রায় ফাকা প্রসঙ্গে তিনি বলেন , যাদের বাড়িতে সিসি টিভি ক্যামেরা রয়েছে তাদের তা চালু রাখতে বলা হয়েছে।আমাদের টহল এলাকার ওলি গলিতে কাজ করছে আর এলাকাবাসী কোন অপ্রীতিকর ঘটণা দেখলে পুলিশকে অবহিত করার জন্য বলা হয়েছে। ‘যাত্রীদের নিরাপদ যাতায়াত এবং হাট ও বাজারে নিরাপত্তা নিশ্চিতে আরএমপির সদস্যরা কাজ করে যাচ্ছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।