DhakaTuesday , 17 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মোসাদের ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ জুন) হামলা চালানোর দাবি করেছে ইরান। খবর আল জাজিরার।আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা থেকে জানা যায়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম পরিকল্পনা বিষয়ক কেন্দ্রের ভবনেও হামলা চালিয়েছে ইরান। তবে এই হামলায় কতজন হতাহত হয়েছে, তা জানা যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন এই হামলার দাবি করেন। এ নিয়ে একটি বিবৃতিতে বলা হয়, আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স সেন্টারে এবং গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম পরিকল্পনা বিষয়ক সেন্টারের ভবনে আঘাত হেনেছে।

এদিকে, যুদ্ধকালীন নতুন ইরানি সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। মাত্র কয়েক দিন আগেই আগের সেনাপ্রধান ইসরায়েলি হামলায় নিহতের পর তিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন। আইডিএফের দাবি করা তথ্যের বরাতে দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

আইডিএফ জানায়, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে একটি আকস্মিক সুযোগে ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রে একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়ে আলি শাদমানিকে হত্যা করেছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।