DhakaSunday , 29 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী সিটি প্রেসক্লাব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

স্টাফ রিপোর্টার : সুনামধন্য ও ঐতিহ্যবাহী রাজশাহী সিটি প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর ভূবনমোহন পার্ক সংলগ্ন প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম। সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এএইচএম তরিকুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আদনান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া সম্পাদক সৌমেন্দ্রনাথ মন্ডল, কার্য নির্বাহী কমিটির সদস্য রফিকুল হাসান ফিরোজ, সুমন হাসান ও মিলন শেখ।

আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মাইনুল হাসান জনি, আফরোজা খান হেলেন, হাফিজুর রহমান পান্না, সামিউল ইসলাম, ইউসুফ আলী চৌধুরী, রেজাউল করিম তপন, রফিকুজ্জামান ও সিরাজুল ইসলাম মতিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দূর্গাপুরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জুলকার নাঈম মোস্তফা বিশ্বয়।

সভার শুরুতে সাধারণ সভার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন অত্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য। বার্ষিক আয়-ব্যায় প্রতিবেদন উপাস্থাপন করেন অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি। সেইসাথে প্রেসক্লাবের মোট অন্যান্য সম্পদের হিসাব সবার সামনে উপস্থাপন করা হয়। এছাড়াও প্রেসক্লাবের গঠনতন্ত্র সংস্কার করা হয়। সেখানে অনেক বিষয় সংযোগ ও বিয়োজন করা হয়। গঠনতন্ত্র সংযোগ ও বিয়োজন বিষয়ে তুলে ধরেন প্রেসক্লাবের সভাপতি রফিক আলম। এরপর উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র সংশোধন ও বিয়োজন করা হয়। শুধু তাইনয় প্রেসক্লাবে নতুন ছয় জনকে সবার সম্মতিতে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। সব শেষে সভাপতি তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে সবার কার্যক্রম সমাপ্ত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।