DhakaFriday , 11 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৯ গোল

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯–১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজ ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিট থেকেই দাপট দেখায় স্বাগতিক দল।মোসাম্মৎ সাগরিকা হ্যাটট্রিক করেছেন, মুনকি আক্তার করেছেন দুটি গোল। এছাড়া একটি করে গোল করেছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। বাংলাদেশের নয় গোলের মধ্যে ছয়টি আসে দ্বিতীয়ার্ধে।
এদিন এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের মধ্যে আটজনকে শুরুর একাদশে রাখেন কোচ। প্রথম মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করেন স্বপ্না রানী। এরপর তৃতীয় মিনিটে মুনকি আক্তার গোল করে ব্যবধান বাড়ান।প্রথমার্ধে সাগরিকা ৩৭ মিনিটে একটি গোল করেন। আরও দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মুনকি, ৪৯ মিনিটে সিনহা, ৫২ ও ৫৮ মিনিটে সাগরিকা গোল করেন। ৮৫ মিনিটে রুপা আক্তার ও অতিরিক্ত সময়ে শান্তি মার্ডি গোল করেন। শ্রীলঙ্কা একটি সান্ত্বনার গোল করে ৯–১ ব্যবধানে ম্যাচ শেষ করে।

এই টুর্নামেন্টে ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। চার দল একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে।বাংলাদেশ আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর ১৫ ও ১৭ জুলাই দুই ম্যাচে প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে আবার মাঠে নামবে, ২১ জুলাই নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে।বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য বেশ ভালো। ২০২৪ সালে তারা ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। এখন পর্যন্ত পাঁচবারের চারবারই শিরোপা জিতেছে বাংলাদেশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।