DhakaSunday , 13 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক কিশোর গ্যাং সদস্যকে ছেড়ে দিলো পুলিশ!

Link Copied!

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক এক কিশোর গ্যাং সদস্যকে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং সদস্যদের অপরাধমূলক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ১০ জুলাই রাত ৩টার দিকে পৌর সদরের ইসলামিয়া মহিলা কলেজসংলগ্ন বিলপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয়রা জীবন নামের এক কিশোর গ্যাং সদস্যকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়।

পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জীবনের সঙ্গে থাকা মোটরসাইকেলসহ তাকে আটক করে। এএসআই ইনতিয়াজের নেতৃত্বে তাকে থানায় নেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, গভীর রাতে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের সুপারিশ ও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জীবনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।এর পরদিন, ১১ জুলাই ধোপাপাড়া বাজার এলাকা থেকে রফিক নামের এক ব্যক্তির মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় জীবনের নাম ফের উঠে আসে। এ ঘটনায় তার সঙ্গে রুবেল ও হাসান নামের আরও দুই কিশোর গ্যাং সদস্য জড়িত বলে অভিযোগ রয়েছে। তারা ছিনতাই করা মোটরসাইকেলটি পরে বিক্রি করে দেয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এ কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে ঢাকা-রাজশাহী মহাসড়কসহ আশপাশের এলাকায় চলন্ত পণ্যবাহী গাড়ি থেকে মালামাল ছিনতাই করে আসছে। বাইক নিয়ে দিনরাত প্রকাশ্যে মাদক কারবারে লিপ্ত থেকেও প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে তারা।ধোপাপাড়া এলাকার বাসিন্দা জিল্লুর রহমান বলেন, ‘নেশার টাকার জন্য এরা যেকোনো অপরাধ করতেও দ্বিধা করে না। সবাই মাদকাসক্ত এবং প্রতিনিয়ত কোথাও না কোথাও অপরাধ করছে। পুলিশ কঠোর না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।’

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘আটককৃত কিশোরকে থানায় আনার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।