DhakaMonday , 14 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পিএসজিকে কাঁদিয়ে ক্লাব বিশ্বকাপ জয় চেলসির

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হলো ফরাসি ক্লাব পিএসজির। চলতি মৌসুমে পিএসজি চারটি ট্রফি জিতলেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে শেষ হাসি হাসল ইংলিশ ক্লাব চেলসি ।আমেরিকা স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) রাতে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চেলসি পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে। চেলসির এটি দ্বিতীয় ক্লাব বিশ্বকাপ ট্রফি। এর আগে তারা ২০২১ সালে এই শিরোপা জিতেছিল। এবার এই টুর্নামেন্টটি ভিন্ন ফরম্যাটে আয়োজন করা হয়। মোট ৩২টি দল অংশ নিয়েছিল এবং টুর্নামেন্টটি শুরু হয়েছিল ১৪ জুন থেকে। ২০২৩ সালে চালু হওয়া এই নতুন ফরম্যাটের আগে মাত্র ৮টি দল খেলত।

চেলসির জয়ের নায়ক ছিলেন কোল পামার। তিনি দুটি গোল করেছেন। ম্যাচের ২২তম মিনিটে পামার প্রথম গোলটি করেন। এর ঠিক ৮ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন তিনি। ফলে ৩০ মিনিটের মধ্যে চেলসি ২-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে জোয়াও পেদ্রো-র গোলে চেলসি তৃতীয় গোলটি করে। প্রথমার্ধেই চেলসির জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। পিএসজি পুরো ম্যাচে একটিও গোল করতে পারেনি।

এই মৌসুমে পিএসজির পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তারা ফ্রেঞ্চ লিগ, ফ্রেঞ্চ কাপ আর ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছে। ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছে ক্লাবটি। তবে পঞ্চম ট্রফির স্বপ্ন চেলসি ভেঙে দিল। প্রিমিয়ার লিগে চেলসি এই সিজনে চতুর্থ স্থানে ছিল। এই ম্যাচটি ৮১,১১৮ দর্শকের সামনে খেলা হয়, যেখানে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ট্রাম্প নিজেই পোডিয়ামে গিয়ে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

চেলসির তরুণ ফুটবলার কোল পামারকে টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসাবে বেছে নেওয়া হয়েছে। গোল্ডেন বল জিতেছেন তিনি। এই টুর্নামেন্টে পামার তিনটি গোলের সঙ্গে দুইটি অ্যাসিস্টও করেছেন। চেলসির গোলকিপার রবার্ট সাঞ্চেজ পেয়েছেন গোল্ডেন গ্লাভস পুরস্কার আর পিএসজি-র ২০ বছর বয়সী ফরোয়ার্ড ডেসিরে ডুয়ে-কে বেছে নেওয়া হয়েছে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।