DhakaTuesday , 15 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

৫৫ লাখ পরিবার খাদ্যবান্ধব কর্মসূচিতে ৩০ কেজি করে চাল পাবে

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : আগামী আগস্ট মাস থেকে সারাদেশে ৫৫ লাখ পরিবারের মধ্যে মাসে ৩০ কেজি করে চাল বিতরণ শুরু করবে সরকার, যা চলবে টানা চার মাস। একটি পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাবেন।মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এই তথ্য জানিয়ে বলেন, গতবছরের তুলনায় এবার ৫ লাখ বেশি মানুষ এই খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আসছেন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, গতবার ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হয়েছিল। এবার অর্থ উপদেষ্টা সেটাকে ৫৫ লাখে উন্নীত করেছেন। ৫৫ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে ছয় মাস। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত চাল পাবে। ডিসেম্বর ও জানুয়ারি মাস বিরতি দিয়ে ফের ফেব্রুয়ারি-মার্চ মাসে চাল বিতরণ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, চালের বাজার স্থিতিশীল রাখার জন্যে বিভিন্ন ধরনের কার্যক্রম নিতে হয়। শুধু রেগুলেটরি কাজে হয় না। আস্থা বাজার কিছু উদ্যোগও নিতে হয়। বর্তমানে বাজারে সরকারও ক্রেতা হিসাবে রয়েছে। কেনাকাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগামী আগস্ট মাস থেকে খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে। বাজার ঠিক রাখতে সরকারি মজুদ বাড়ানোর পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানির সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, সরকারি কোষাগারে ১৩ লাখ টনের মত খাদ্য মজুদ থাকতে হয়। এই কর্মসূচির ফলে তা কিছুটা কমে যাবে। সেজন্য আমন মৌসুমে বন্যা হতে পারে এমন আশঙ্কায় আমরা চার লাখ টন চাল আমদানির চিন্তা করছি। গতবার প্রাইভেট সেক্টরকে ১৫ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। এনেছিল ৫ লাখ টনেরও কম। এবার আমরা বেসরকারি পর্যায়ে ৫ লাখ টন চাল আমদানির অনুমোদন দেব।

বৈঠকে জানানো হয়েছে, বোরো মৌসুমে সাড়ে তিন লাখ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্য ছিল। এই সময়ের মধ্যে আমরা তিন লাখ ৭৬ হাজার টন ধান সংগ্রহ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ হাজার টন বেশি সংগ্রহ হয়েছে। এছাড়া সাড়ে ৯ লাখ টন চাল সংগ্রহ হয়েছে। ১৪ লাখ টন টার্গেট আছে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে চাল সংগ্রহ শেষ হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।