DhakaThursday , 17 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

আলীর ট্রেলারে ইরফানের ঝলক

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : ট্রেলারের শুরুতেই একটি রহস্যময় কণ্ঠস্বর শোনা যায়, ‘ভিক্টিম খুব নৃশংসভাবে খুন হয়েছে। এটা দেশের মানুষের কাছে যেমনি ভয়, তেমনি আতঙ্কের।’ এই বাক্যটি শেষ না হতেই শোনা যায় এক অট্টহাসি, যা মুহূর্তেই পরিবেশ পাল্টে দেয়। এরপরের দৃশ্যটি দর্শকদের চমকে দেয়: কাঠগড়ায় দাঁড়িয়ে বোবা ইরফান সাজ্জাদ এক তরুণীর দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তার চোখে ভয়, রাগ এবং অসহায়ত্ব স্পষ্ট ফুটে ওঠে।

এরপর একজন উকিলকে বলতে শোনা যায়, ‘ইওর ওনার, সে একজন সিরিয়াল কিলার,’ যা গল্পের রহস্য আরও বাড়িয়ে তোলে। আরেকটি দৃশ্যে ইরফানকে প্রশ্ন করা হয়, ‘তোর নাম কী আসলেই আলী?’ এর পরপরই শুরু হয় ধামাকা অ্যাকশন দৃশ্য, যেখানে ইরফানকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায়। জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর-কেও ট্রেলারে দেখা যায়, যিনি বলেন, ‘ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে শুধু মাত্র কাগজের আইন এবং সাক্ষীদের জবানবন্দি যথেষ্ট নয়।’ ট্রেলারের শেষ ভাগে একের পর এক অ্যাকশন দৃশ্য দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।

বিপ্লব হায়দার পরিচালিত ‘আলী’ সিনেমাটি ভাইবোনের ভালোবাসার এক মানবিক আখ্যান। পাহাড়ের কোলে বেড়ে ওঠা দুই ভাইবোন আলী (ইরফান সাজ্জাদ) এবং রশ্নির (মিলিতা মেহজাবিন অর্পা) বিয়োগান্তক অথচ অনুপ্রেরণামূলক গল্প নিয়ে এই চলচ্চিত্র নির্মিত হয়েছে। রশ্নি ঢাকায় পড়াশোনা করে স্বাবলম্বী হতে চায়, কিন্তু তার ভাই আলী শহরের অনিরাপদ পরিবেশ থেকে তাকে দূরে রাখতে চায়।

এক ভয়াবহ দুর্ঘটনায় এই দুই আত্মার আত্মীয় বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাকপ্রতিবন্ধী আলী এরপর বেঁচে থাকার এক কঠিন সংগ্রামে নামে। নির্যাতন, নিঃসঙ্গতা, অবিচার আর ঘৃণার মাঝেও সে হার মানে না। অন্যদিকে, রশ্নিও ভাইয়ের জন্য অপেক্ষা করে, তাকে খোঁজে এবং তার জন্য লড়াই করে। এই চলচ্চিত্রটি ভাইবোনের ভালোবাসার এক অন্যরকম গল্প তুলে ধরেছে, যেখানে শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে মানবিক সম্পর্ক।ইরফান সাজ্জাদ এবং মিলিতা মেহজাবিন অর্পা ছাড়াও ‘আলী’ সিনেমায় অভিনয় করেছেন কাজী হায়াৎ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল, পারভেজ সুমন, নোমিরা আহমেদ-সহ আরও অনেক জনপ্রিয় তারকা। এটি পরিচালক বিপ্লব হায়দারের দ্বিতীয় চলচ্চিত্র, এর আগে তিনি ‘ভয়াল’ নির্মাণ করেছিলেন।

অভিনেতা ইরফান সাজ্জাদ এই সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী। তিনি বলেন, ‘এই সিনেমাটি আমার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে। ভাইবোনের ভালোবাসার এ এক অন্যরকম গল্প। আমরা সবাই অনেক চেষ্টা করেছি। কাজটি নিয়েও অনেক আশাবাদী। আশা করি দর্শক আমাদের কাজটি অনেক পছন্দ করবেন।’‘আলী’ চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ভাইবোনের অটুট বন্ধন এবং প্রতিকূলতার মাঝেও টিকে থাকার এক অসাধারণ বার্তা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। খুব শীঘ্রই চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।