DhakaFriday , 18 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৯৪, আহত ৩৬৭

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা ও গুলিতে গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ কমপক্ষে ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬৭ জন। নিহতদের মধ্যে ২৬ জন প্রাণ হারিয়েছেন খাদ্য সহায়তা নিতে গিয়ে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ এবং আহতদের উপত্যকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৬৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৪ জন।
ইরানের দাবি: যুদ্ধের ছক কষছে যুক্তরাষ্ট্রবিবৃতিতে আরও জানানো হয়, বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে রয়েছে, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মার্কিন ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান ২৬ জন ফিলিস্তিনি, আহত হন আরও ৩২ জন।এর আগে বুধবার গাজার দক্ষিণাঞ্চলে জিএইচএফ-এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ভিড়ের মধ্যে পদদলিত ও শ্বাসরোধ হয়ে অন্তত ২১ জন নিহত হন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৬ মে থেকে জিএইচএফ ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে তাদের চারটি কেন্দ্রের আশপাশেই প্রায় প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে। ইসরায়েলি বাহিনীর হামলায় এসব কেন্দ্রে এখন পর্যন্ত অন্তত ৮৭৭ জন নিহত এবং ৫ হাজার ৬৬৬ জন আহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ৩৯ জন।

প্রসঙ্গত, টানা ১১ সপ্তাহ ত্রাণ প্রবেশে অবরোধের পর আন্তর্জাতিক চাপের মুখে গত ২৬ মে জাতিসংঘকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় জিএইচএফ চালুর ঘোষণা দেয় ইসরায়েল। তবে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা এই উদ্যোগে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।তারা বলছে, জিএইচএফ-এর কার্যক্রম মানবিক নীতিমালা লঙ্ঘন করছে এবং ত্রাণকে রাজনৈতিক ও সামরিক স্বার্থসাধনের হাতিয়ার হিসেবে ব্যবহারের ঝুঁকি তৈরি করছে।

সূত্র: আলজাজিরা, আনাদোলু

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।