ষ্টাফ রিপোর্টার : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা বিশ্বাসের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবার অব্যবস্থাপনা ও প্রশাসনের দায়িত্বহীনতায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নাম ব্যঙ্গ করে ‘নাপা সেন্টার’ লিখে একটি ব্যানার টাঙিয়ে দেন। মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন এবং মিছিল নিয়ে মেডিকেল সেন্টারে গিয়ে প্রতিবাদ জানান।
বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্দ্রা বলেন, “মৌমিতার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। প্রশাসনের অব্যবস্থাপনা ও দুর্বল চিকিৎসা ব্যবস্থার কারণেই তাকে হারাতে হয়েছে। মেডিকেল সেন্টারে চিকিৎসক পাওয়া যায় না, সেবা সীমিত, আর এই মৃত্যু সেটারই নির্মম প্রমাণ।”একই বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ নাঈম বলেন, “জ্বর নিয়ে মৌমিতা মেডিকেল সেন্টারে গিয়েছিলেন, সঠিক চিকিৎসা না পেয়ে তাকে কুষ্টিয়ায় নিতে হয়। পরে জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই মৃত্যু দায়িত্বহীনতার ফসল।”
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলে মশা নিধন কার্যক্রম, মানসম্মত চিকিৎসা সেবা, ২৪ ঘণ্টা চিকিৎসক উপস্থিতি, ওষুধ সরবরাহ, জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিসসহ মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানান।ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, “মৌমিতার মৃত্যুতে আমরা শোকাহত। শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসা হবে। মশা নিধন, চিকিৎসাসেবা উন্নয়ন ও চিকিৎসকদের আচরণ উন্নত করার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
শিক্ষার্থীদের ভাষায়, মৌমিতার মৃত্যু কোনো ব্যক্তিগত ট্র্যাজেডি নয়- এটি একটি কাঠামোগত ব্যর্থতার নির্মম পরিণতি। প্রশাসনের কাছে এবার জবাব চাইছেন তারা।