DhakaThursday , 24 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

রাজশাহীতে জনদূর্ভোগ কমাতে এবং একটি সুন্দর নগরী গড়তে আরডিএর উচ্ছেদ অভিযান

Link Copied!

আজিজুর রহমান শামীম : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অবৈধ দখল, ভিন্ন উদ্দ্যেশে প্লটের ব্যবহার এবং নকশা বহির্ভুত ইমারতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ।রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বারনই আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত জমি হতে অবৈধ দখলকারীদেরকে উচ্ছেদ করা হয়। পদ্মা আবাসিক এলাকায় আবাসিক প্লটে লিজ দলিলের শর্ত ভংগ করে স্কুল ও মাদ্রাসা পরিচালনাকারী প্লটের লিজ গ্রহীতাদের নির্ধারিত সময়ের মধ্যে স্কুল ও মাদ্রাসা আবাসিক এলাকার মধ্যে হতে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

নকশা বহির্ভুতভাবে ইমারত নির্মাণ করার দায়ে বিমান চত্ত্বরের পূর্ব দিকে নির্মাণাধীন দু’টি ভবনের মালিককে ৩০(ত্রিশ) দিনের মধ্যে নির্মাণ বহির্ভুত অংশ অপসারণের জন্য এবং রাজশাহী কেন্দ্রিয় কারাগারের উত্তরে নির্মাণাধীন দোতলা ভবনের নকশা বহির্ভুত বেলকুনি কিছু অংশ ভাংগা হয় ও উক্ত ভবনের অবৈধভাবে নির্মিত অংশ মালিককে ৩০(ত্রিশ) দিনের মধ্যে অপসারণ করে নিয়ে কর্তৃপক্ষে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও পদ্মা আবাসিক এলাকার আরডিএ পার্কের রাস্তার উভয় পার্শ্বে গড়ে উঠা চায়ের স্টল ও পদ্মা আবাসিক এলাকার ১নং রোডের দক্ষিণ দিকে কর্ণার প্লটে অবৈধভাবে গড়ে উঠা মুদির দোকানদারগণকে ১(এক) মাসের মধ্যে দোকান অপসারণ করে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মশিউর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল তারিক, এস্টেট অফিসার জনাব মোঃ বদরুজ্জামান, জুনিয়র এস্টেট অফিসার জনাব মোঃ নাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অথরাইজড অফিসার ও এস্টেট অফিসার জানান যে, জনদূর্ভোগ কমাতে এবং একটি সুন্দর নগরী গড়তে জনস্বার্থে আরডিএ‘র এই অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।