ষ্টাফ রিপোর্টার : বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যনিরসনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ১২ টার দিকে বিএমডিএ ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, বৈষম্যের কোন অবস্থান থাকবে না। বৈষম্য নিরসনেই তাদের এই আন্দোলন বলেও জানাই শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা এসময় তাদের তিনটি দাবি তুলে ধরেন, নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চান তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ দিতে হবে। আর দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে প্রকৌশলী হিসাবে পরিচয় দেন, এটা দুঃখজনক।
রহস্যজনক কারণে বিএমডিএ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে, প্রকৌশল পদ গুলোতে নিয়োগ বন্ধ রাখে সেগুলোতে ডিপ্লোমা ধারিদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেয়ই চালিয়ে যাচ্ছেন। এর ফলে প্রকৃত প্রকৌশলীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলেও দাবি শিক্ষার্থীদের।