ষ্টাফ রিপের্টার : সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী এর ছাত্র কল্যাণ পরিষদ নির্বাচন -২০২৫ এর নির্বাচন আাজ অনুষ্ঠিত হয়েছেন । ১০ থেকে ১১ টা ১ ঘণ্টা বিরতিহীন ভাবে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী এর ছয়টি রুমে স্বচ্ছ ব্যালট বাক্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত ছাত্র কল্যাণ পরিষদের অধ্যক্ষ ক্ষমতা বলে সভাপতির দায়িত্ব পালন করেন পালন করেন।
সাধারণ সম্পাদক পদে মোসা: ইসরাত মমতারিন মুন ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদরুজ্জামান গেছেন ১৭৩ ভোট। এছাড়া ২৩ টা পদে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিরা নির্বাচিত হন। সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ও নির্বাচন কমিটির আহ্বাবায়ক অধ্যাপক আলমগীর হোসেন জানান ভোট গ্রহণ ও ফলাফল অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ৪০০ জন ভোটারের মধ্যে ৩৬৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।