DhakaThursday , 31 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রেমিট্যান্সে নতুন ইতিহাস,এক মাসেই ২৩৭ কোটি ডলার

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : চলতি জুলাই মাসের প্রথম ৩০ দিনেই দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৯ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহকে নির্দেশ করে।বৃহস্পতিবার (৩১ জুলাই) এই তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসেবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩২ শতাংশ।

শুধু ৩০ জুলাই একদিনেই দেশে এসেছে ৯ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স, যা একদিনের হিসেবে বড় অঙ্কের প্রবাহ।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

বিশেষজ্ঞরা বলছেন, চ্যানেল ব্যবস্থাপনায় কিছু সংস্কার, প্রণোদনার হার বাড়ানো এবং হুন্ডি প্রতিরোধে সক্রিয় পদক্ষেপ নেওয়ায় এই প্রবাহ বেড়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।