বাংলার সকাল ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে। ভারতে বসে শেখ হাসিনা হুমকি দিচ্ছে। হত্যার নকশা আঁকছে। শেখ হাসিনাকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেব না। কারও কাছে মাথা নত করব না। আমাদের সুন্দর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।রোববার (৩ আগস্ট) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সূর্য উঠেছে, যে সূর্য আলোকিত করবে আমাদের সবাইকে। যে সূর্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।তিনি বলেন, আমাদের ছাত্র ভাইয়েরা অনেক রক্ত দিয়েছে। অনেক নির্যাতন সহ্য করেছে। কারাবরণ করেছে। এটা আমাদের যেমন আনন্দের দিন, তেমনি বেদনার। এ দিনে আমরা আমাদের ভাইদের হারিয়ে ছিলাম। রংপুরের সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে আমাদের হাজারো ভাইয়েরা প্রাণ দিয়েছে। তাদের ত্যাগে আজকের বাংলাদেশ।মহাসচিব বলেন, এই ত্যাগ ও প্রাণের বিনিময়ে আমাদের লক্ষ্য একটাই, একটা সুন্দর বাংলাদেশ চাই। ভালো ও নতুন কর্মসংস্থান চায়। ন্যায় বিচার চায় তারা। এটা সুশাসন চায়। মেধা ছাড়া আমরা সামনে যেতে পারব না। জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।
তরুণদের নিয়ে তিনি বলেন, আজ আমাদের বয়স অনেক হয়েছে। তোমাদের বন্ধু বলছি এজন্য, তোমাদের মতোই একসময় আমরা কাজ করেছি। তোমাদের বন্ধু বলতে আমরা গর্ববোধ করি।নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে। তারেক রহমান দেশে আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন। আমাদের পথ দেখাবেন। আমরা জিয়াউর রহমান ও বেগম জিয়ার স্বপ্ন পূরণে কাজ করব। নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করব।