DhakaWednesday , 13 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির নতুন কমিটি গঠন

Link Copied!

ষ্টাফ রিপোর্টার : রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটি (আরটিজেইউ)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে নগরীর আলোকা মোড়ের একটি রেস্টুরেন্টে বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।এসএটিভির রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসান আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের রাজশাহী প্রতিনিধি আবু সালেহ্ মোহাম্মাদ ফাত্তাহ সদস্য সচিব মনোনীত হয়েছেন। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাইটিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু এবং যুগ্ম সদস্য সচিব আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকি।

এছাড়াও আহবায়ক কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন আনন্দ টিভির রিপোর্টার মবিন ওয়াহিদ হিরো। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলাটিভির রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ ও এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি বারিউল আলম শান্ত।সভায় তিন মাসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন ও এক মাসের মধ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে পূর্ববর্তী আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবু সালেহ্ মোহাম্মাদ ফাত্তাহ এবং সঞ্চালনা করেন একুশে টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।