স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার বিকেলে নওহাটা পৌরসভার বায়া বাজারে বেগম জিয়ার আশু রোগমুক্তি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনের সভাপতিত্বে এবং দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, বিএনপি নেতাশরিফুর রহমান শরীফ ও এমদাদুল হক এমদাদ।
আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির ৩নং ওয়ার্ড বিএনপির নেতা মনিরুল ইসলাম মনির, বিএনপির নেতা রমজান আলী, পৌর বিএনপি নেতা আসাদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন, ছাত্রদল পবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া ও এডভোকেট শফিকুল হক মিলনের সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।