ষ্টাফ রিপোর্টার : রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার মোস্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) এবং তার দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালের (৩০) রিমান্ডের জন্য থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার দুপুর ২.২০ মিনিটে বোয়ালিয়া মডেল থানা থেকে আসামীদের পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হয়।অন্যদিকে গ্রেফতার তিন আসামীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার দিবাগত রাতে নগরের বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন এসআই রেজাউল করিম। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে।
বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, নতুন এ মামলাতেই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখনও অন্য কোনো মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়নি। আজ রোববার দুপুরে তাদের আদালতে হাজির করা হবে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হবে।