DhakaSunday , 17 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গাজায় একদিনে আরও ৭০ ফিলিস্তিনি নিহত

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে আটজনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন ৩৮৫ জন। শনিবার (১৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে গত অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৬৬০ জন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু। দুর্ভিক্ষে এখন পর্যন্ত ২৫১ জন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে শিশু রয়েছে ১০৮ জন।
পুতিন ইউক্রেইনের আরও কিছু ভূখণ্ড চান, জেলেনস্কিকে শান্তি চুক্তিতে আসার আহ্বান ট্রাম্পের| তীব্র বোমাবর্ষণ এবং সরঞ্জামের ঘাটতির কারণে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপে বা রাস্তায় পড়ে আছে।

গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন নিহত এবং ৪৩ হাজার ৬১৯ জন আহত হয়েছেন। এ ছাড়া মানবিক সহায়তা সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় আরও ২৬ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এখন পর্যন্ত খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন ১ হাজার ৯২৪ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ২৮৮ জন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।